সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- খুলনা-১৫৭৩) এর নির্বাচন প্রস্তুতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় খুলনা রোড় মোড়স্থ আঞ্চলিক শাখার অস্থায়ী কার্যালয় খুলনা রোড় আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্যদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা রোড় আঞ্চলিক শাখার উপদেষ্টা গিয়াস উদ্দীন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল বারী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার।
এসময় বক্তব্যে রাখেন সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মীর ওমর আলী, আব্দুল করিম, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী, খুলনা রোড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তাজেল সরদার প্রমুখ।
এসময় জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২২ জন কর্মকর্তা ও বিভিন্ন আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা রোড় আঞ্চলিক শাখার সভাপতি মো. তপুর আলী।