করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সংগ্রহ এবং সরবরাহের লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে স্থাপনকৃত প্লাজমা ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেটে উক্ত প্লাজমা ব্যাংকের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বি.এম.এ সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিবি হাসপাতালের এম.ডি এ.ক.এম আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমান, জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।
প্লাজমা ব্যাংক উদ্বোধন শেষে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১৬ জন করোনা জয়ী ব্যক্তিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।