সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দীন গোপালগঞ্জে সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করলে অপরাধ মুক্ত জেলা গড়ে তোলা সম্ভব- নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ  উত্তরণের ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যাক্টিভিস্ট গ্রুপের সভা তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা তালায় অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত তালায় নবাগত ইউএনও’র সাথে সুধীজনদের মতবিনিময় সভা ডিবি পুলিশের অ ভি যা নে কলারোয়া সী মা ন্ত থেকে ২শ ৬৫ বো ত ল কো রে ক্সসহ আ ট ক-১ সাতক্ষীরায় চলছে ডিজিটাল স্মার্ট বোর্ড ও অ্যাটেনডেন্স রিডার মেশিন ব্যবহার বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কাশিয়ানী উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শনে নবাগত ডিসি আরিফ -উজ-জামান শ্যামনগরের গাবুরাতে অভিযোজন কৃষি চর্চা বাড়াতে কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়ায় দোয়া মাহফিলে কাজী আলাউদ্দীন

✍️আলতাফ হোসেন বাবু✅
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সোমবার (০৮ ডিসেম্বর ‘২৫) জোহর নামাজ শেষে ধলবাড়ীয়া ১নং ওয়ার্ডে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।  

দোয়া মহফিলে বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু বিএনপির নয়, আজ দেশের সর্বস্তরের মানুষের কামনা। তাঁর সুস্বাস্থ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির মূল অনুপ্রেরণা।

বেগম খালেদা জিয়া দেশের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেন। আজকে এই জাতিরক্রান্তি লগ্নে আমরা দেশ নেত্রীর সুস্থতাও দীর্ঘায়ু কামনা করি।  

এসময় উপস্থিত ছিলেন ধলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিঃসহ সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইয়াসিন আলী, ধলবাড়ীয়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম,  আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান প্রমুখ।

উক্ত দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শতশত মুসুল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেণ সাবেক এমপি আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!