দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজারনিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়।
গবাদি পশু পালনেটেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের আওতায়এ অঞ্চলের দুগ্ধ ক্রেতা-বিক্রেতা এবং বাজার নিয়ন্ত্রণকারীদের মধ্যে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর ) সকালে উপজেলা মিলনায়তন কক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সমন্বয় সভাটি আয়োজন করে উন্নয়ন প্রচেষ্টা।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলী।
তাঁর বক্তব্যে তিনি খামারীদের উদ্দেশ্যে বলেন, এ অঞ্চলের বেশির ভাগ জায়গায় লোনাযুক্ত পানি, ফলে চাষাবাদ করা তেমন সম্ভব হয়ে উঠে না। তাই, আমাদেরকে সঠিক উপায়ে গবাদি পশু পালন করতে হবে। সকল পর্যায়ে সমন্বয় ঘটিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব ঘোষ সনৎ কুমার। তিনি বলেন, “আধুনিক ও উন্নত মান বজায় রেখে এবং পরিবেশের দিক মাথায় রেখে গবাদি পশু পালন করতে হবে।“ তিনি আরো বলেন, “দুধ একটি পবিত্র খাবার। তাই, দুধে ভেজাল করা কোনো ভাবেই মেনে নেয়া হবে না। তাই, দুধের সাথে যারা জড়িত আছেন আপনারা সৎ ও নিষ্ঠার সাথে দুধের ব্যবসা করুন।“ এসময়, উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় খামারী, গো-খাদ্য বিক্রেতা, দুগ্ধ প্রক্রিয়া জারকারী ও প্রাণী চিকিৎসকগণ এতে অংশগ্রহণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী জনাব এ এস এম মুজিবুর রহমান, ঋণ সমন্বয়কারী জনাব গোলাম আজম, প্রোগ্রাম অফিসার জনাব শাহনেওয়াজ কবির শাওন সহ অন্যরা।
করোনার এই কঠিন সময়েও বরাবরের মত মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে উন্নয়ন প্রচেষ্টা। শিক্ষা বৃত্তি ছাড়াও নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনা, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের শিক্ষা কার্যক্রমে অবদান রেখে যাচ্ছে সংস্থাটি।