সাতক্ষীরার কলারোয়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে মো. সাজিম নামে ২বছর ৩ মাস বয়সী শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
সাজিম একই ইউনিয়নের চান্দুড়িয়া গ্রামের আব্দুল বারিকের পৌত্র ও খালিদ হোসেনের প্রথম পুত্র।
মৃতের বড় নানী সকিনা খাতুন জানান, চন্দনপুর গ্রামের মৃত আজগর সরদারের ছেলে আবু তাহেরের কন্যা তাছলিমা খাতুন তার শিশু পুত্রকে নিয়ে ৮/১০দিন
পূর্বে বাপের বাড়িতে বেড়াতে আসে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাজিম নানার বাড়ির উঠানে খেলা করছিলো। কিছুক্ষণ পরে সাজিমকে উঠানে না দেখতে পেয়ে শিশুটির মা তাছলিমা খাতুন ও নানী মনোয়ারা বেগম চারদিকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের বাশবাগনের পুকুরের পানিতে শিশু সাজিম ভেসে থাকতে
দেখেন।
তাৎক্ষনিক তাকে পুকুরের পানি থেকে উপরে তুলে স্থানীয় গয়ড়া বাজারের গ্রামডাক্তার আব্দুর রহিমের নিকট নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
ধারণা করা হচ্ছে, বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অজান্তে পাশের বাঁশবাগানের ভিতরে পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাজিম।
এদিকে, শিশু সাজিমের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
দুপুরের পর শিশু সাজিমের লাশ তার পিতা খালিদের গ্রামের বাড়ি চান্দুড়িয়ায় নিয়ে যাওয়া হয়। এদিন আসর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানা গেছে।