সাধারণ মানুষের উপর নির্যাতন, জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজী ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামবাসী মানববন্ধন করেছে।
বুধবার (২৩ ডিসেম্বর ২০২০) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথরঘাটা গ্রামের মাওলানা রফিকুল ইসলাম।মানববন্ধনে বক্তব্য রাখনে দেবাশিস ঘোষ রানা, মহিবুল্লাহ, ওয়াজেদ আলী, আব্দুর রশিদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন ১১নং ঝাউডাঙা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ, তৌহিদুল ইসলাম, আজহারুল ইসলাম খোকন, সহ আরো কয়েকজনকে নিয়ে সংঘবদ্ধভাবে এলাকায় র্দীঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে।
এরা এলাকার নিরীহ মানুষদের জমি দখল করে। তারা চাঁদাবাজিও করে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশরে ভয় দেখায়। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করে। ইতোপূর্বে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপয়ে মারাত্মক আহত করে। এ ছাড়া সাংবাদিক ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হয়রানি করেছে তারা।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে আরো বলেন, কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তৎকালীন সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান ও ডিবি ওসি মহিদুল ব্যবস্থা নিলেও র্বতমানে তারা প্রকাশ্যে সকলের সামনে কারবার চালিয়ে যাচ্ছে।
তাদের নামে মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘ্নে তাদের মাদক সহ সকল অপরাধ মূলক কারবার চালিয়ে যাচ্ছে। এসব অসামাজিক র্কাযকলাপে এলাকার পরিবশে নষ্ট হচ্ছে। বিষয়গুলো খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।