সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের দাদি লতিফুন নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের সময় তিনি সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামস্থ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিলো প্রায় ১০০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। অনেকদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছিলেন।
সাংবাদিক এম কামরুজ্জামানের দাদি লতিফুন নেসার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃনং ৫৮৩/০৪) এর নেতৃবৃৃৃন্দ।
নেতৃবৃৃৃন্দরা হলেন, সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্টাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষীনের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ও দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন),আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন, দৈনিক পত্রদূত), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, শীর্ষ টিভি ), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।