“মুজিববর্ষের সেরা উপহার, ভূমিহীন গৃহহীনদের ঘরের অধিকার” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
শনিবার (১৯ ডিসেম্বর) ইসলামকাটি ইউনিয়নের নাংলা মাদ্রাসার সামনে তিনি উক্ত ঘর নির্মাণ কাজের পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, জেলা বাকশিসর সভাপতি ও শহীদ মুক্তিযোদ্ধ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী আঃ মজিদ মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫ টি ঘর নির্মাণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।