মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব বসতি দিবস পালিত সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ তালায় শিশু মুজাহিদকে হুইলচেয়ার উপহার দিল ‘আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন তালায় ১২ ফুট লম্বা গাছে বেগুন ধরেছে! মিশ্র সারের সংকটে ধানের ফলন নিয়ে শঙ্কা- কৃষকের দাবি দ্রুত সরবরাহ নিশ্চিতের কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলেন বন্ধের দাবিতে বিএনপির নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন ১০দিন ব্যাপী সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন নেপথ্যে সিভিল সার্জন ও আরএমও এর লড়াই! সাতক্ষীরার সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন ও অফিস ঘেরাও তালায় ৩ লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ বিজয়ী শিক্ষক সমাজের মধ্যে কোন বৈ”ষম্য থাকবে না- প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল 

সাতক্ষীরা শহরে আদালতের নির্দেশ অ”মান্য করে ক্রয়কৃত বসতভিটা দখ”লের অভি”যোগ

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার, সদর উপজেলার ৯২ নং রসুলপুর মৌজার জে.এল- ৯২ এস.এ খতিয়ান নং ৪২৭, এস.এ দাগ ৪০৪, বি.আর.এস ৭৬৬ নং খতিয়ানে ২০৬০ ও ২০৬১ নং দাগে ০.০৭৮৭একর ভূমি, বি.আর.এস ৫২৭ নং খতিয়ানের বি.আর.এস ২০৬০ নং দাগে ০.০৮ একর ভূমি, এস.এ খতিয়ান নং ৪৪৩, এস.এ দাগ ৩৮৮, বি.আর.এস ১৯৭১ নং খতিয়ানে ২০৬৩ নং দাগে ০.০৫ একর ভূমি, এস.এ খতিয়ান নং ৪৩৩, এস.এ দাগ ৪০৩, বি.আর.এস ২০০ নং খতিয়ানে, বি.আর.এস ২০৫৮ ও ২০৫৯ নং দাগে ০.৪৪৫০ একরের মধ্যে ০.২০০২৫ একর ভূমি, সর্ব মোট ০.৪১ একর ভূমির মধ্যে ০.২২ একর নালিশী ভূমির উপর স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

সাতক্ষীরা সদর উপজেলার বয়ারসিংহ, তালবাড়ীয়া গ্রামের এমকে আবু তাহের এর ছেলে মোঃ আব্দুস সাত্তার (৫৪) কর্তৃক ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় গত ১১ সেপ্টেম্বর বিচারক এই আদেশ জারি করেন। (মামলা নং-পি- ১৫২৪/২৫)। আদেশ নং-১। আব্দুস সাত্তারের দায়ের করা মামলায় দ্বিতীয় পক্ষরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোঃ রবিউল ইসলাম (৫৮), একই গ্রামের মো. রবিউল ইসলাম এর ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শরিফুল ইসলাম (৩৩), মৃত নূর আলী সরদারের ছেলে আব্দুস সবুর (৫৮), মৃত সুরত আলী মোল্লার ছেলে মোঃ হাসেম আলী (৫৭), মৃত আমির আলী গাজীর ছেলে মোঃ আবুল কালাম গাজী (৫৭), মোঃ আব্দুল কাদের (৬০) ও মোঃ আবু তালেব (৫৩)।

আদালতে নির্দেশে সদর থানার এসআই মো. মনিরুজ্জামান উক্ত তপশিল বর্ণিত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য উভয়পক্ষকে নোটিশ জারি করেছেন।

নোটিশে বলা হয়, উভয় পক্ষদ্বয়কে  এই মর্মে জরুরী ভিত্তিতে নোটিশ প্রদান করা যাচ্ছে যে,  সংশিষ্ট সহকারী কশিনার (ভূমি) নালিশী জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট দিবেন। আদালতের আদেশ অনুযায়ী উভয় পক্ষ স্থিতিবস্থা বজায় রাখবেন। কোন পক্ষ নিজেদের মধ্যে গোলযোগ, ঝগড়া বা বিরোধ করবেন না এবং উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা অবস্থা বজায় রাখবেন।

আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী ধার্য তারিখের মধ্যে কোন পক্ষ আদালতের আদেশ অমান্য করলে আইন তাদের আমলে আসবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!