সাতক্ষীরার আশাশুনিতে হতদরিদ্র দুঃস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদশের পক্ষ থেকে শুক্রবার সকালে উপজেলার বড়দল গ্রামে উক্ত শীত বস্ত্র বিতরণ করা হয়।
ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্টের সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা লে: কর্ণেল জামায়ত হোসেনের সহধর্মিনী নার্গিস জামায়তের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত শীত বস্ত্র বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, সমাজ সেবক হারুনার রশিদ গাজী, আব্দুর রউফ গাজী, স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্তারুজ্জামান গাজী প্রমুখ।
এ সময় বড়দল, বাইনতলা, মাঝেরডাঙ্গা ও ঠাকুরপাড়ার শতাধিক হতদরিদ্র দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।