সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ‘২৫) সকাল ১০টায় আল- ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেম ওলামা, জনপ্রতিনিধি, সমাজসেবক, প্রাক্তন ছাত্র, গণমাধ্যমকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আবু তৈয়েব মুহা. হাছান ছাবীর। প্রধান আলোচক ছিলেন মথুরেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও অত্র মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব শেখ আব্দুল ওয়াহেদ মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান গাইন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরিচালক হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ, মাওলানা আকিবুল হাসান, হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, হাফেজ মাওলানা ওসমান গনি, হাফেজ মাওলানা আব্দুস ছালাম ও অধ্যাপক এস. এম. হারুন উর রশীদ।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন।প্রাক্তন ছাত্রদের দ্বারা প্রতিষ্ঠিত আল-ইহসান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, জনকল্যাণমূলক সংগঠন, যা দীর্ঘদিন ধরে সমাজে ধর্মীয় চেতনা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে কাজ করছে।অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ক্বেরাত প্রতিযোগিতা, হামদ, নাতে রাসূল (সাঃ), ইসলামিক সংগীত, উপস্থিত বক্তৃতা ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে নবীজির (সাঃ) জীবনী থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন“ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর সত্য, ন্যায় ও দয়ার শিক্ষা অনুসরণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পুরো এলাকায় এক আনন্দঘন ও ধর্মীয় আবহ সৃষ্টি করে। প্রচুর মুসল্লি, ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।