মহান বিজয় দিবস -২০২০ উদযাপন উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ সওজ কার্যালয় থেকে এক বিজয় র্যালি বেরিয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপ—বিভাগীয় প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।