সাতক্ষীরার পুলিশ সুপারের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ হাফিজুর রহমান-কে সোমবার (২২ সেপ্টেম্বর ‘২৫) বিকালে র্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সহকারী পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং এর জন্য যোগদান করেন। পরবর্তীতে তিনি কেএমপি, খুলনা, মাগুরা জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং ডিএমপি,ঢাকাতে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
র্যাংক-ব্যাজ পরিধান শেষে, সাতক্ষীরার পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সহিত পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা ।