মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কে র‌্যাংক ব্যাজ পরিধান সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ভূমিসেবা পেতে সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা নিলেই ব্যবস্থা- সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পূজায় বিশৃ”ঙ্খলার চেষ্টা করলেই ক”ঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান কোটালীপাড়ায় নবীন বরন ও কৃতি শিক্ষর্থী সংবধর্না WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার তাগিদ দেবহাটার নোড়ারচকে মিথ্যা অ”স্ত্র মাম”লার দায় থেকে স্বামীর মু”ক্তির দা”বি বৃন্ধা স্ত্রী’র  সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি  প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার ৫ম দিনে ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পূজায় বিশৃ”ঙ্খলার চেষ্টা করলেই ক”ঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা সার্কেলের (সদ্য পদোন্নিতপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেছেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে কোন ধরণের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। সে যেই দলের বা যেই ব্যক্তি হোক আইন ভঙ্গ করলে শাস্তি পাবে। তিনি আরো বলেন, সাতক্ষীরা পুলিশ সুপারের ক্লিয়ার বার্তা ধর্মীয় উৎসবকে ঘিরে কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। সব ধর্মের উৎসব পালন হবে আনন্দের সাথে। আপনার যদি ভাল না লাগে চুপচাপ বাড়িতে বসে থাকেন। কোন প্রকার খারাপ মতলব করেছেন তো ভুল করবেন। মনে রাখবেন শারদীয় দুর্গাপূজা সুন্দর, শান্তিপুর্ণ পরিবেশে শেষ করতে মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সহ বিভিন্ন প্রশাসন থাকবে। সেই সাথে প্রতিটি মন্দির সিসি ক্যামেরার আওতায়। আপরাধ করে পার পেয়ে যাবেন এসব স্বপ্ন ভুলে যান।

সোমবার (২২ সেপ্টেম্বর ‘২৫) দেবহাটা থানায় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর.কে বাপ্পা, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, বিভিন্ন মন্দির কমিটির পক্ষে শরৎ চন্দ্র ঘোষ, পলাশ চন্দ্র মন্ডল, মধুসুধন, নিত্যানন্দ ঘোষ, অনুপ কুমার দাস, অমল পাল, কিশোরী মোহন, সুবিশ সরকার প্রমুখ।

এসআই রিয়াজুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, সাজু পারভীন, বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকগন। এদিকে সভায় জানানো হয় প্রতিটি মন্ডপে যাওয়া আসার জন্য আলাদা রাস্তা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা, সিসি ক্যামেরা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখতে হবে।

একই সাথে সড়কে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে মোবাইল কোর্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ভূমিকায় থাকবে পুলিশ। পাশাপাশি গুজবে কান না দিয়ে প্রশাসনকে অবহিত করা এবং নির্ভয়ে পূজার উৎসব পালন করার বিষয়ে অবগত করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিটি মন্ডপে প্রতিমা বিসর্জন করার বিষয়েও নির্দেশ দেওয়া হয় এ সভায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!