মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কে র‌্যাংক ব্যাজ পরিধান সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ভূমিসেবা পেতে সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা নিলেই ব্যবস্থা- সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ পূজায় বিশৃ”ঙ্খলার চেষ্টা করলেই ক”ঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান কোটালীপাড়ায় নবীন বরন ও কৃতি শিক্ষর্থী সংবধর্না WHRO’ র নতুন যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পেলেন ভোলার কৃতি সন্তান মোঃ মহিউদ্দিন খন্দকার সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠিকে স্বাবলম্বী করার তাগিদ দেবহাটার নোড়ারচকে মিথ্যা অ”স্ত্র মাম”লার দায় থেকে স্বামীর মু”ক্তির দা”বি বৃন্ধা স্ত্রী’র  সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি  প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার ৫ম দিনে ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি  প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার ৫ম দিনে ৩য় রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্ঠিত

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর ৫ম দিনে তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর ‘২৫) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে ৫ম দিনের তৃতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে

উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য মুরশিদা আক্তার, অধ্যক্ষ রেজাউল করিম, মো. শাহাবুদ্দীন, এ করিম বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান উল্লাস,  নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল লায়লা, সাতক্ষীরা পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিম, শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সামাজিক বনায়ন সাতক্ষীরার সহকারি বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, বাংলাদেশ কৃষি ট্রেডিং কর্পোরেশনের সহকারি প্রকৌশলী মো. ইবনে সিনা, সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম দিনে তৃতীয় রাউন্ডের প্রতিযোগিতায় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  অংশ নেয়। আগামী ২৪ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রাবন্ধিক প্রভাষক আব্দুল ওহাব আজাদ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!