সাতক্ষীরার তালায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সরকারী অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর ‘২৫) সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উৎযাজন কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়। নারায়ণ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির নেতা অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ছাত্র প্রতিনিধি রাকিবুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ। এ সময় ১৯৫ টি পূজামন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে চাল প্রদান করা হয়।