মহান বিজয় দিবস-২০২০ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গোপালগঞ্জের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
নির্বাহী প্রকৌশলী এহসানুল হক গোপালগঞ্জ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে বুধবার (১৬ ডিসেম্বর ২০২০) প্রথম প্রহরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ৭১’ এর মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার ইকরামুল কবির, সহকারী প্রকৌশলী রবিউল হুসাইন, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল আহমেদ সহ এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এহসানুল হকের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ একটি বিজয় র্যালি নিয়ে শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।