সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ (যুগ্মসচিব)। অনুষ্ঠান ২ টি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন। গাবুরায় স্বাগত বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাছুদুল আলম ও পদ্মপুকুর ইউনিয়নে স্বাগত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ)।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ইউনিয়ন ২টিতে সুপেয় পানির সংকট, বেড়িবাঁধ সংস্কার, খেলার মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, গাবুরা ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ, মাদক ও ডাকাত নির্মূল, ইউনিয়নটির মধ্যস্থানে পুলিশ ক্যাম্প ও হাসপাতাল স্থাপনসহ সকল সমস্যা সমাধানে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোগ গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল নাবিদ রিফাত মনজুর, পিএসসি, অধিনায়ক ৩৭ বীর; লে. কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস পরিচালক ও অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস; র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ; কৈখালী কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রাসেল মিয়া।
এছাড়া মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ছাত্র প্রতিনিধি সহ সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।