“আমাদের শিক্ষা: আমাদের ভবিষ্যৎ” এই স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ‘২৫) সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তালা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, অত্র বিদ্যাপীঠের সভাপতি উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ লুৎফুন্নেছা, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিক ইমাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা প্রেসক্লাব সভাপতি এমএ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, অত্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, প্রভাষক গাজী আছাদুজ্জামানসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।