মহান বিজয় দিবসে সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই ডিসেম্বর বুধবার ১২ নং গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিলটি চাঁদনি মুখো এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু করে চাঁদনি মুখ রবিবারের বাজার প্রদক্ষিন করে একই স্কুল মাঠে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, ১২ নং গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পদক শেখ আমিরুল ইসলাম সহ আরও অনেকে। প্রধান অতিথির বক্তব্যে এস এম মিজান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। দেশনেত্রীর হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে সংঘবদ্ধ ভাবে কাজ করতে হবে। গবুরা ইউনিয়ান ছাত্রলীগ মহান বিজয় দিবসের শিক্ষা কাজে লাগিয়ে সবসময় দেশের প্রয়োজনে সকল নেতা কর্মীকে সাথে নিয়ে কাজ করবে। এই সময় ইউনিয়ন ছাত্র লীগের সকল স্তরের নেতা কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।