দৈনিক খোলা কাগজ ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা’র প্রতিনিধি প্রবীন সাংবাদিক মনোরঞ্জন ঘোষ ওরফে মনোজ এর সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ, তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা সদরের ঝাউডাঙা বাজার থেকে নিজ বাড়ি পাথরঘাটা গ্রামে ফেরার পথে গলার মাপলার ব্যাটারিচালিত ভ্যানের চাকায় জড়িয়ে তিনি রাস্তায় পড়ে যান। মারাত্মক জখম অবস্থায় তাকে প্রথমে ঝাউডাঙা বাজারের একটি বেসরকারি ক্লিনিক, পরে সাতক্ষীরার সংগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত সোয়া ১০টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রয়াত মনোরঞ্জন ঘোষ (৬৪) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মৃত অনিল কৃষ্ণ ঘোষের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও অসংখ্য গুণগ্রাহীক রেখে গেছেন। সোমবার বিকালে ঝাউডাঙা মহাশ্মশান তার শেষকৃত্য সম্পন্ন হয়।