সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কারপাড়া এলকায় আহসানউল্লাহ (৩৯) নামের এক ব্যক্তিকে কুপিয়েছে সন্ত্রাসীরা।
গত ১০ই ডিসেম্বর রাত্র ৮ টার দিকে কাটিয়া লস্কারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা আহসানউল্লা নামের ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় সন্ত্রাসীরা আহত আহসান এর কাছথেকে ছিনিয়ে নিয়েছে ৬০ হাজার টাকা।
বর্তমানে আহসানউল্লা মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহতের পিতা সদর উপজেলার মাগুরা গ্রামের আশারাফ আলি বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও চার-পাঁচ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন সাতক্ষীরা সদর থানায়। যার মামলা নাম্বার ২৯ তারিখ ১২/১২/২০২০।
এজাহার সুত্রে জানাগেছে,সদর উপজেলার মাগুরা গ্রামের আশরাফ আলির ছেলে আহসানউল্লাহ গত ১০ই ডিসেম্বর রাত্র ৮ টার দিকে কাটিয়া লস্কারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে দিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিদ্যালয়ের ৩ রাস্তা মোড়ে পৌঁছালে আগে থেকে অত পেতে থাকা তানভীর আহম্মদ( ২০) তাঁর পিতা সিরাজুল ইসলাম( ৪৫) মাতা হোসেনের আরা( ৩৮) ধারলো দা দিয়ে আহসান উল্লাহর মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করে। আহসানউল্লার ডাক চিৎকারে স্থানীয়রা আসলে হামলাকারীরা মূর্তের মধ্যে পালিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহসানউল্লাহর মাথায় ৩ টি স্থানে গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়া।
হামলাকারীরা এ সময় আহত তার কাছথেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি চেকের পাতা নিয়ে যায়। আহত আহসান উল্লাহ এখনও পর্যন্ত মুমূর্ষু অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।