সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর সাতক্ষীরার কালিগঞ্জ নলতা পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার বিকাল ০৩টার সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকলকে কাঁদিয়ে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আনছার উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন মৃত্যুতে এমপি রবি বলেন, ‘খাদেম সাহেব একজন খুবই ভাল মানুষ ছিলেন। তিনি আমাকে খুবই ভালবাসতেন। তিনি একজন বরেণ্য খাদেম ও ভাল মানুষ ছিলেন। মহান আল্লাহ যেন খাদেম সাহেবকে জান্নাতবাসী করেন।
এদিকে পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন এর মৃত্যুতে সাতক্ষীরার নলতাসহ দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পাক রওজা শরীফের খাদেম মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।