সাতক্ষীরার কালিগঞ্জের নলতা পাক রওজা শরীফের খাদম আলহাজ্ব মৌলভী আনসারউদ্দিন আহম্মদ (৮৫) আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মানষ কুমার মণ্ডল বলেন, ফুসফুসের সমস্যা, কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ জুলাই ভর্তি হয়েছিলেন, খাদেম আলহাজ্ব মৌলভী আনসারউদ্দিন আহম্মেদ।
নির্লোভ বিনয়ী, সদালাপী এই মানুষটি আজীবন মানুষের খেদমতে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে আহছানিয়া মিশনের লাখো লাখো ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আগামী বৃহস্পতিবার বাদ আসর মরহুমের জানাজা নামাজ শেষে নলতা রওজা শরীফে পীর কেবলার সন্তানদের পাশে দাফন করা হবে।
মরহুুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ-সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।