শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় খুলনা রোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার কার্যালয় পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু দৃশ্যমানসহ সকল দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম এখন চোখ পড়ার মতো। সংগঠনকে আরো শক্তিশালী করতে রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে।
আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাব কাজ করতে হবে। আগামী নির্বাচন নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি এড. মোঃ ওসমান আলী । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি। প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।
বিশেষ বক্তা ছিলেন জেলা শাখার সহ সভাপতি আব্দুল আলিম সরদার, সহ সভাপতি আব্দুর রউফ খোকন। এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহঃ কমান্ডার মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মোঃ আব্দুস সালাম, পেশকার আব্দুল জলিলসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। সম্মেলন মোঃ গোলাম মোস্তফাকে সভাপতি ও মোঃ মঞ্জুরুল আলমকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পর ৯নং ওয়ার্ড শাখার কমিটি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আফসার সানা, মনিরুজ্জামান লিটন, নওশের আলী, রেজাউল ইসলাম রেজা, যুগ্ম সম্পাদক মোঃ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ তৈয়েবুর রহমান, দপ্তর সম্পাদক মুজিবর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা হাজরা খাতুন, শ্যামলী দে সহ ৪১ জন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।