আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকল সাড়ে চারটায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডশনের সহযোগিতায় উত্তরণ আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন ডিএইচআরএনএস এর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাড আবুল কালাম আজাদ।
বক্তব্যে দেন জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিম, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান, অ্যাড মোস্তফা আসাদুজ্জামান দিলু, অ্যাড. নাজমুনাহার ঝুমুর, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রুহুল আমিন, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।
বক্তারা বলেন, শিশু ধর্ষণ, শিশু হত্যা, পুলিশি নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সাতক্ষীরায় ঘটেছে। বিগত দিনের এ ধরণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমছে না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইনে পরিণত করলেই হবে না, চাই দ্রুত বিচার নিষ্পতি করে আইনকে কার্যকর করা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিএইচআরএনএস এর সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুউদ্দিন।