মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি এই স্লোগানকে সামনে রেখে উত্তর পলাশপোল ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ব্যাটমেন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরের উত্তর পলাশপোল (এসপি বাংলোর ফেছনে) এই ৮ দলীয় ব্যাটমেন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজউদ্দিন রাজুর সভাপতিত্বে ও এসএম আব্দুর রাজ্জাকের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিক-উদ দৌলা সাগর, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার আব্দুল হাই বাবু, দেবহাটা পল্লী উন্নয়ন অফিসার জিএম আব্দুস সালাম, জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সদস্য আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী রাবেয়া পারভীন, ইউসুফ সুলতান, মিলন, মিঠু, আয়ন, বাবু, মফিজুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। অভিশপ্ত মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক বিরোধী সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে খেলাধুলা আয়োজন করা খুবই গুরুত্বপূণ। মাদকের জন্য অর্থ যোগাতে যুবসমাজের একটি অংশ বিভিন্ন অসামাজিক ও অপরাধ মূলক কাজে জড়িয়ে পড়ছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। পিতা-মাতাদের খেয়াল রাখতে হবে তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে।