গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের” সমাধি সৌধের নিরাপত্তা কর্মী, “টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স” সহ “মা ও শিশু” হাসপাতালের প্রবেশ দ্বারে চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় জীবাণুনাশক টানেল, পার্সোনাল প্রটেকশন ইকিউপমেন্ট (পিপিই), এন-৯৫ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গগলস সহ বিভিন্ন ধরনের করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন বাংলাদেশ নৌবাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নৌবাহিনীর পক্ষে এ সুরক্ষা সামগ্রী সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনা নৌবাহিনীর ক্যাপ্টেন মনিরুজ্জামান, লেফটেন্যান্ট কমান্ডার মুহিনুজ্জামান, লেফটেন্যান্ট কমান্ডার সাবরিনা, লেফটেন্যান্ট সাহাল, লেফটেন্যান্ট মাজেদ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সহকারী কিউরেটর মো.নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, আজ টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে নির্মাণাধীন জীবাণুনাশক টানেল গুলোর ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ নৌ বাহিনী কর্তৃকই পরিচালিত হবে।
এর আগে বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
এরপর পবিত্র ফাতেহা ও দরূদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ করোনা থেকে দ্রুত মুক্তি চেয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।