সাতক্ষীরা তালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর ২০২০) সকাল ১১টায় তালা মুক্তিযোদ্ধা সংসদের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের তালা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগের তালা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপঁড়ী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগর তালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুর হক, অমল ঘোষ, মোড়ল আবু বক্কর, মোহম্মাদ আলী, তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র ভাস্কর্য থাকা সত্বেও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিকল্পিতভাবে ভাঙচুর করায় এবং দেশকে অস্থিতিশীল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী দোষরদের গ্রেফতারের জোর দাবি জানান।