সাতক্ষীরা তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের উপস্থিতিতে উক্ত বিতরণ কর্মসূচীর আওতায় কৃষাণ-কৃষানী, প্রাথমিক-মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এতিমখানা, স্বেচ্ছাসেবী সংগঠন, গনমাধ্যমকর্মী,রাজনৈতিক ব্যক্তিত্ব্য এবং উপজেলা পরিষদ কর্তৃপক্ষকে চারা প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) শুভ্রাংশু শেখর দাশ জানান, ” জাতির পিতার জন্মশতবার্ষিকী তথা মুজিব বর্ষ যথাযথভাবে উৎযাপনের অংশ হিসেবে বিভাগীয় নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখেই ১০০ টি বিভিন্ন দেশীয় ফলের চারা বিতরণ করা হয়েছে। সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই কর্মকর্তা।