
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকার হত্যা মামলায় গ্রেপ্তারকৃত শ্রীউলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মালেক মল্লিকের জামিন আবেদন না’মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ ‘২৫) দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মোঃ নজরুল ইসলাম উভয়পক্ষের শুনানী শেষে এ আবেদন না’মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ২৪ জানুয়ারি দিবাগত রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে লাঙ্গলদাড়িয়া গ্রামের নিরঞ্জন সরকারের ছেলে সাইকেল মিস্ত্রী অনিমেষ সরকারকে তার ঘেরের মধ্যে শ্বাসরোধ করে হত্যার পর আধা কিলোমিটার দূরে বাবুল আক্তারের নিমগাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার দেয় আব্দুল মালেক ও তার ভাই অহেদ মল্লিক। এ ঘটনায় নিহত অনিমেষের মা শেফালী সরকার বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৫ জানুয়ারি আশাশুনি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মালেক মল্লিক ও বাবুলকে গ্রেপ্তার করে। বাবুল আদালতে দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে অহিদ মল্লিক, মালেক মল্লিকসহ চারজনের নাম বলে।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুস সাত্তার আসামী আব্দুল মালেক মল্লিকের জামিন না’মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।