সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রহিঙ্গা নেতা ফেসবুক বাবু খুলনার মুদি দোকানদার সোহেল আহম্মেদ মানিক এর কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠন ও প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের সঙ্গিতা মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসন শিকদারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সহ সভাপতি আসাদুজ্জামান খোকা, জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহারিয়ার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীক্ষিত সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রান্ত, মহসিন, সাদ্দাম, মধু, আসাদুল ইসলাম, শাহিদুল আলম বাবু, ইবাদুল, তারুন, শেখ মহিউদ্দীন, আরিফুল ইসলাম প্রমুখ।