
সারা দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবি, সমতা, নায্যতা, ন্যায় বিচার ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ ‘২৫) সকাল ১০ টায় জেলা নাগরিক প্লাটফর্ম সাতক্ষীরা শহিদ রাজ্জাক পার্কে মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা নাগরিক প্লাটফর্মের ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলো জেলা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মানবাধিকারকর্মি মাধব চন্দ্র দত্ত, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, সাংবাদিক নজমুল আলম মুন্না, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কাউসার আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ গাজী, সাংবাদিক শাহানারার খাতুন রীনা, সাংবাদিক মনসুর রহমান, সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক নুরে আলম, সদস্য রুমি সুলতানা , স্বপন শীল সহ আরো অনেকে।
এসময় বক্তারা সারা দেশে নারী ও শিশুদের নিরাপত্তা ও পুনর্বাসনের অগ্রাধিকারের দাবি জানান।
মানববন্ধন শেষে নারী ও শিশুদের নিরাপত্তার স্বার্থে সুনিদিষ্ট দাবি জানিয়ে জেলা প্রসাশকের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সাতক্ষীরা মানববন্ধন ও জনসমাবশে থেকে সুনদ্দিষ্টি দাবি, শিশু আনিকা – আছিয়া সহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপুরনসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, নারীর চলাফেরা, বাক্-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও ঘরে-বাইরে এবং কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, সকল গনপরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে, সকল নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষনের বিচার ও শাস্তি সরকার ঘোষিত ৯০ দিন- সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।