মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মৌলবাদী গোষ্ঠীর হামলায় ভাংচুরের প্রতিবাদে গোপালগঞ্জ-২ আসন থেকে ৮ বার নির্বাচিত সংসদ সদস্য, গোপালগঞ্জের মাটি ও মানুষের নেতা ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নির্দেশে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী রিয়াজুল ইসলাম (প্রিন্স) এর আহ্বানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর ২০২০) বিকালে স্থানীয় মোহাম্মদপাড়া থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু কলেজের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তনু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৌরভ চক্রবর্তী, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক রানা মোল্লা সহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।