আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরায় দেবহাটা উপজেলা হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী প্রমুখ। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন একাত্তরের রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা।