বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

গোপালগঞ্জে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময়

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি ২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত বিশেষ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। 

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম তারেক সুলতান – এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সরকারি কমিশনারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, বিএসটিআই এর উপ-পরিচালক (মেট্রোলজি) মিঞা মোঃ আশরাফুল আলম, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজ- এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়া, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ, গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস সহ বিভিন্ন ব্যবসায়িক ডিলার ও গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পবিত্র রমজান মাস উপলক্ষে গোপালগঞ্জ বড় বাজার সহ জেলার বিভিন্ন বাজারে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা সহ বেশি বিক্রিত পণ্য সামগ্রী বিশেষ করে সয়াবিন তেল, ছোলা, বেসন, আমদানি করা খেজুর, মুড়ি সহ অন্যান্য নিত্য পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে জেলায় উৎপাদিত মুড়িতে কোন ধরনের ক্ষতিকারক ইউরিয়া সার/ কেমিক্যাল এবং বেসনে পচা ডাল/গম না মেশানোর অনুরোধ জানান। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত জেলায় বেশি করে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া সহ পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং জাল টাকার ব্যবহার রোধে জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অতি সম্প্রতি গোপালগঞ্জ জেলা বিএসটিআই -এর কর্মকর্তা-কর্মচারী মার্কেট তদারকিকালীন সময়ে গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা নিরসনে উভয় পক্ষের সাথে আলাপ-আলোচনা করে জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদেরকে নির্ভয়ে দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার অনুরোধ জানান জেলা প্রশাসক। সভায় জুয়েলারি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না মর্মে মুচলেকা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয় সেই সাথে আটক জুয়েলারি ব্যবসায়ীকে দ্রুত কারামুক্ত করার দাবি জানান ব্যবসায়ী নেতা মোশাররফ হোসেন।

উল্লেখ্য, এ ঘটনায় দায়েরকৃত মামলায় গোপালগঞ্জ জেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও হুসাইন জুয়েলার্স এর স্বত্বাধিকারী এহসান  হুসাইন বর্তমানে জেল হাজতে রয়েছেন।

পরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আগামী ৭ দিন বা তার আগেই এ সমস্যার সমাধান করবেন বলে উপস্থিত ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!