জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারী বিএনপি-জামাতের মদদ পুষ্ট ও ধর্মান্ধগোষ্ঠী কর্তৃক বিভ্রান্ত ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর ২০২০) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল নিয়ে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে সমবেত হন নেতাকর্মীরা।
পরে সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের নেতৃত্বে বিভিন্ন শ্লোগান দিয়ে বিশাল এক প্রতিবাদ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় পৌর পার্কে গিয়ে প্রতিবাদ সমাবেশ পালন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে, জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল চৌধুরী’র সঞ্চালনায়, বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ রুহুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাঝিগাতি ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন (মন্টু), জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাড.এম জুলকদর রহমান, মুক্তিযোদ্ধা এম বদরুদ্দোজা বদর, সাংবাদিক নেতা মোজাম্মেল হোসেন মুন্না, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নাসিমা খানম, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম, মহিলা যুবলীগের সভাপতি পরশিয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ প্রহলাৎ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, পাকিস্তানী দোসর বিএনপি জামাত এখনো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। যে কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। বিরোধীতাকারীদের আইনের আওতায় এনে দেশের সকল জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবি জানান।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা -উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উলপুর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল মোল্লা ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান নাজিব আহম্মেদের নেতৃত্বে অসংখ্য নেতা-কর্মী বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।