সাতক্ষীরা সদরের কদমতলা-কাথন্ডা-বৈকারী সড়কের কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শুক্রবার (০৪ ডিসেম্বর ২০২০) বেলা সাড়ে ১২টায় এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদুসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়ণে সদরের কদমতলা-কাথন্ডা-বৈকারী সড়কের ৩কিঃ মিটার এ কার্পেটিং রাস্তা ১ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।