“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” — এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জে শীতকালীন ব্যাডমিন্টন খেলার মাঠ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর ২০২০) গোপালগঞ্জ জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র যৌথ আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এ মাঠের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জের মাননীয় জেলা ও দায়রা জজ অমিত কুমার দে।
এ সময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) আতোয়ার রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র বিজ্ঞ বিচারকগণ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্যাডমিন্টন খেলার মাঠ উদ্বোধনের আগে মাঠের চারপাশে বর্ণিল রংবেরঙের বেলুন দিয়ে মাঠ সাজানো হয় এবং আমন্ত্রিত দর্শকদের (বিজ্ঞ বিচারক গণ) জন্য বসে ব্যাডমিন্টন খেলা দেখার সুব্যবস্থা রাখা হয়।
পরে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে ‘র অনুরোধে উপস্থিত সকল বিচারক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফটোসেশনে অংশ নেন।