গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বুধবার (২ ডিসেম্বর ২০২০) বিকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এর সভাপতি বজলুর রহমান ও সাধারন সম্পাদক এস এম মান্নান কচি টুঙ্গিপাড়ায় পৌঁছে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি কমিটির সকল নেতৃবৃন্দদেরকে শপথ বাক্য পাঠ করান।
পরে পবিত্র ফাতেহা ও দুরূদ পাঠ শেষে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ও ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহা নগর উত্তর আওয়ামী লীগ এর সহ সভাপতি হাবিব হাসান এম পি, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াকিল উদ্দিন রতন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, কার্যকারী সদস্য আবু ইলিয়াস রব্বানী লিখন সহ ঢাকা মহা নগর উত্তর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।