সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ডের কামালনগরে আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ০৯টায় কামালনগর এলাকায় প্রয়াত এ্যাড. সামছুল হক (২) এর বাড়ির সামনে সাতক্ষীরা পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, এ্যাড. শফিকুল ইসলাম খোকন, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, অহিদুজ্জামান, নুরুজ্জামান, শাহাজান আলী প্রমুখ।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৪৩ লক্ষ টাকা ব্যয়ে কামালনগর মেইন রাস্তা সংলগ্ন প্রয়াত এ্যাড. সামছুল হক (২) এর বাড়ির সামনে থেকে দক্ষিণ পাড়া জামে মসজিদ পর্যন্ত ৪৫০ মিটার আরসিসি ঢালাই ড্রেণ নির্মাণ করা হচ্ছে। এ ড্রেণ নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া পাওয়া পূরণ হতে চলেছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।