সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মিজানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় নিজের দাদার কবর জিয়ারত করে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী মাঠে প্রচার প্রচারনায় নেমেছেন তিনি। উক্ত পথসভায় তিনি বলেন, আমার পরিবার বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাসী। আমিও ছাত্রজীবন থেকে ছাত্রলীগের সঙ্গে যুক্ত আছি। আমার বাবা চেয়েছিলেন আমি শহরে থেকে লেখাপড়া শিখে একটা সরকারি চাকরি করে সুন্দরভাবে জীবন অতিবাহিত করি। কিন্তু আমি গাবুরার মানুষের দুঃখ দুর্দশার দেখে, তাদের অসহায়ত্বের কথা ভেবে আমি শহরে বসে থাকতে পারিনি। তাই আমি প্রানের টানে, জন্মস্থানের টানে ছুটে এসেছি গাবুরায়। সুখে দুঃখে সাধ্যমতো পাশে দাড়িয়েছি গাবুরার মানুষের। আমি গ্রামে থেকে সুখে দুঃখে মানুষের পাশে দাড়াতে চাই। আমি আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন আওয়ামীলীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, কৃষক লীগের সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক ছামিদুল ইসলাম, গাবুরা ইউনিয়নের ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ,যুগ্ন-আহবায়ক আওয়ামী লীগ যুবলীগের ইব্রাহিম খলিল, আরও উপস্থিত ছিলেন নয়টি ওয়ার্ডের সাধারণ মানুষ।