বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এফ আর রোমান রায়হান গ্রেফতার

✍️কে এম সাইফুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এফ আর রোমান রায়হান (৩০) কে নাশকতার মামলায় মঙ্গলবার (২৫ডিসেম্বর’২৪) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামলী হাসপাতাল এলাকা থেকে র‌্যাব-১০ এর সদস্যরা তাকে গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

এফ আর রোমান রায়হান লোহাগড়ার উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রি চর গ্রামের ফরমান আলী শেখের ছেলে। পরে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১০ তাকে র‌্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে রাতেই রোমান রায়াহান কে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৬।

মামলা সুত্রে জানা গেছে, ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপনসহ ২৯৫ জনের নাম উল্লেখ ও ৩০০-৩৫০কে অজ্ঞাত আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত সেচ্ছাসেবক লীগের সাধারণ সস্পাদক এফ আর রোমান রায়হান এ মামলায় ৪৯ নম্বর আসামি।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট লোহাগড়া উপজেলার সি অ্যান্ড বি চৌরাস্তার বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান বাবু সহ আরও ১৩ জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আশিকুর রহমান বলেন, র‌্যাব-৬ এফ আর রোমান রায়হান কে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে। তিনি নাশকতার মামলার এজাহার ভুক্ত আসামি। তাকে বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!