বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

দেবহাটায় হা’মলা মাম’লার সাক্ষী হওয়ায় বাড়িতে হা’মলা, ভাং’চুর, লুট’পাট ও স্ত্রীকে কুপি’য়ে জখ’ম

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলার সাক্ষী হওয়ায় বাড়িতে ভাংচুর, লুটপাট ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ‘২৪) সকাল ৯টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ওই গৃহবধুকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জখম হওয়া গৃহবধুর নাম নূরজাহান (৩০)। তিনি পলগাদা গ্রামের আবুল খায়েরের ছেলে।

পলগাদা গ্রামের আবুল খায়ের জানান, একই এলাকার ঘুরনচণ্ডি খাল ও দাড়ার খালের নেটপাটা অপসারনে গত ৮ ডিসেম্বর দুপুরে দেবহাটা উপজেলা প্রশসন অভিযান চালায়। অভিযানের আগে খালে নেটপাটা দেখিয়ে দেওয়ার অভিযোগে পরদিন সকালে ঘেরের বাসা থেকে ফেরার সময় তার ভাই হারুন অর রশিদকে পিটিয়ে জখম করে তাদের গ্রামের ই্উসুফ সরদারের ছেলে শফিকুল ইসলাম ও শফিকুলের তিন ছেলে সেলিম, ওমর ফারুখ ও মোহাম্মদ আলী। এ ঘটনায় ১০ ডিসেম্বর আদালতে শফিকুলসহ তার তিন ছেলের নাম উল্লেখ করে আদালতে মামলা করে তার ভাই হারুন।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বিষয়টি জানতে পেরে শফিকুল ও তার পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য ভাই হারুনকে ও সাক্ষী না দেওয়ার জন্য তাকে (খায়ের) হুমকি ধামকি দিয়ে আসছিল। মামলা তুলতে ও সাক্ষী না দেওয়ার জন্য অপারগতা প্রকাশ করায় বুধবার সকাল ৯টার দিকে শফিকুল, তার তিন ছেলে, আবু বক্কর, ওসমান ও ডালিমসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তাদের বাড়িতে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায়। তাকে না পেয়ে তার স্ত্রী নূরজাহানকে কুপিয়ে জখমস করে। খবর পেয়ে তিনি ও তার স্বজনরা নূরজাহানকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!