দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণরোধে সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা প্রেসক্লাব যৌথ আয়োজনে জেএসএ কাপ অনুর্ধ চৌদ্দ মহিলা চ্যাম্পিয়নশীপ জয়ী জেলা মহিলা ফুটবল খেলোয়াড়দের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লারের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব চত্তর থেকে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর আ’লীগের সভাপতি শেখ নাছেরুল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগ নেতা ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের নির্হাহী সদস্য কাজী আক্তার হোসেন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।
মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, কোভিড-১৯ সংক্রমণরোধে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।