বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নবনির্বাচিত ক্রিকেট আম্পায়ার্স কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর  বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন শিরিনা সুলতানা জলদস্যুদের দুই লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত আট জেলে শ্যামনগরের গাবুরাতে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ বিএনপির নাম ভাঙ্গিয়ে ৫ আগস্ট এর পর কেউ চাঁদাবাজি করে থাকলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো : কাজী আলাউদ্দীন আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা ১৬ বছর যারা আন্ডার গ্রাউন্ডে ছিল, ৫ আগস্টের পর তারা যেন আকাশে আলাউদ্দিনের চেরাগ তৈরি করেছে- সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান তালায় কৃষি সম্প্রসারণ অফিসের সাথে লবি মিটিং গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ

কাশিয়ানীতে অন্যের ফসলি জমি দখ’লের অভি’যোগ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জিকেবাড়ী গ্রামের নজরুল মিয়ার ফসলি জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে গোয়াল গ্রামের প্রভাবশালী আনোয়ার হোসেন (মটু) মুন্সীর বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগী নজরুল মিয়া গণমাধ্যমকর্মীদের নিকট অভিযোগ করে বলেন, আমি তিন বছর আগে সুজিত বিশ্বাস, প্রকাশ বিশ্বাস সহ তার তিন ভাইয়ের নিকট থেকে তিন বিঘা জমি ক্রয় করে চাষাবাদের জন্য অন্য কৃষককে জমি বর্গা দেই। 

গোয়াল গ্রামের প্রভাবশালী ও ভূমিদস্যু আনোয়ার হোসেন (মটু) মুন্সী সহ তার সন্ত্রাসী বাহিনী আমার জমির বর্গাকারীকে অন্যায়ভাবে জোর করে আমার জমি থেকে সরিয়ে জমির দখল নেন। এছাড়াও আনোয়ার হোসেন (মটু) মুন্সী জমি বিক্রি করার কথা বলে আমার নিকট থেকে  নিকট থেকে ১১,৫০,০০০/ (এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে জমির দলিল করে দেয়নি, আজকাল করে আমাকে ঘুরাতে থাকে। 

এ বিষয়ে জমি বিক্রেতা সুজিত বিশ্বাস গণমাধ্যমকর্মীদেরকে বলেন, তিন বছর আগে ঢাকার নজরুল মিয়ার কাছে তিন বিঘা জমি বিক্রয় করেছি। জমি বিক্রেতা প্রকাশ বিশ্বাস (শিক্ষক) এর স্ত্রী বলেন, আমরা তিন শরিক একসাথে নজরুল মিয়ার কাছে জমি বিক্রি করেছি। জমি বিক্রির সমস্ত টাকা তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন। আমরা শুনেছি মটু মুন্সী নজরুল মিয়াকে ওই জমি চাষাবাদ করতে দিচ্ছে না। গোয়াল গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে মিটু মোল্লা বলেন, নজরুল মিয়া হিন্দুদের কাছ থেকে জমি কিনেছে কিন্তু মটু মুন্সী তাঁর দল বল নিয়ে নিরীহ নজরুল মিয়ার জমি জোরপূর্বক দখল করে রেখেছে এবং তাকে জমির কাছে যেতে দেয় না। এছাড়াও তিনি বলেন মটু মুন্সী এলাকার একজন ভূমিদস্যু ও ক্ষমতাশালী ব্যক্তি, তিনি অন্যায় ভাবে অন্যের জমি জোর করে ভোগ দখল করে। প্রভাবশালী হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে না।

জমি বর্গাকারী তুহিন মোল্লা বলেন, আমি নজরুল মিয়ার জমি বর্গা করার জন্য জমির কাছে গেলে মটু মুন্সী ও তার দলবল আমাকে ঘাড় ধরে জমি থেকে বের করে দেয় এবং বলে যে এই জমির কাছে আবার আসলে তোকে মেরে জমিতে পুঁতে রাখবো। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান বলেন আমরা শুনেছি, মটু মুন্সী ঢাকার নজরুল মিয়ার জিকে বাড়ির জমি জোর করে দখলে রেখেছে, তিনি আরো বলেন মটু মুন্সী ও তার দলবল এলাকায় বিভিন্ন ধরনের অন্যায় ও খারাপ কাজের সাথে লিপ্ত। এলাকার কোন ব্যক্তি তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে তাদেরকে সে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। 

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন (মটু) মুন্সীর ব্যবহৃত মুঠোফোন ০১৮….০২ নম্বরে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, একটু ঝামেলা রয়েছে তা ঠিক হয়ে যাবে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!