সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন পালন।
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে সোমবার সকালে এফসি মার্কেট এর পাশে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা ছাত্রদলের হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস এম মনজুর মোরশেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট আরিফুর রহমান আলো, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ও কালিগজ্ঞ উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, দেবহাটা খান বাহাদুর আহসানউল্লাহ কলেজছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহিম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজ ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন নাঈম শেখ নাঈম, রাজিবুল বিশ্বাস, তানভীর রাজা, আব্দুল হান্নান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আহসান হাবীব রোকন।
দোয়া অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সার্বিক মঙ্গল কামনা করা হয়।