গোপালগঞ্জে কালীপুজাত্তোর ২ দিনব্যাপী পদাবলী কীর্ত্তন গত শনিবার থেকে রোববার (২১ ও ২২ নভেম্বর) বিকাল ৩ টা থেকে রাত ১০টা পর্যন্ত সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে অনুষ্ঠিত হয়েছে।
কালীপুজাত্তোর লীলা কীর্ত্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক বাবু বিভূতি রায়, সহ- সভাপতি শ্রীমতি শিপ্রা বিশ্বাস, দপ্তর সম্পাদক বাবু তুষার কান্তি বিশ্বাস, জনসংযোগ সম্পাদক বাবু শৈলেন্দ্র নাথ মন্ডল, কোষাধ্যক্ষ বাবু রনেন মন্ডল, প্রচার সম্পাদক বাবু বিকাশ কংশ বণিক, সহ-সম্পাদক বাবু দ্বীজেন্দ্র নাথ ঢালী সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, কালীপুজাত্তোর পদাবলী কীর্ত্তন পরিবেশনায় সুদূর সাতক্ষীরা জেলা থেকে আগত নব নিত্যানন্দ সম্প্রদায়ের কুমারী আশালতা মন্ডল, রাধা গোবিন্দ সম্প্রদায়ের শ্রীমতি ঝর্ণা রায় গান ও নিত্য পরিবেশন করেন। ভক্তরা অত্যন্ত তৃপ্ত মনে লীলা কীর্ত্তন উপভোগ করেন।
এর আগে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির সভাপতি ডাঃ অরুণ কান্তি বিশ্বাস কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দদের নিয়ে করোনা মহামারী থেকে দ্রুত মুক্তি কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, গোপালগঞ্জ-২ আসনের সাংসদ ড. শেখ ফজলুল করিম সেলিম মহোদয় সহ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া সদ্যপ্রয়াত আলহাজ্ব এস এম শাহ আলম, আলহাজ্ব শেখ রেফাউল হক মঞ্জু, কৃষি অধিদপ্তরের স্বর্গীয় হরলাল মধু’র অকাল মৃত্যুতে গভীর শোক ও তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন এবং শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
২ দিনব্যাপী লীলা কীর্ত্তন অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় তিনি গোপালগঞ্জ সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির পক্ষ থেকে জেলা ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে অনুষ্ঠান শেষে সকল ভক্তবৃন্দের মাঝে মন্দিরের প্রসাদ বিতরণ করা হয়।
সুন্দর ও সাবলীল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় গোপালগঞ্জবাসী সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজনের ধারাকে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।