বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থার ট্রেনিং সেন্টারে (পিটিআরসি) সম্ভাব্য অভিবাসীদের সাথে আশ্বাস প্রকল্পের পারস্পরিক মতবিনিময় সেশন বুধবার (১৮ ই নভেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অগ্রগতি সংস্থার আয়োজনে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো অপারেশন (এসডিসি) এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
উক্ত সেশনে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর অধ্যক্ষ কে. এম মিজানুর রহমান ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এর সহকারী পরিচালক মোস্থফা জামান।আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ব্যাংকের এস ই ও পিনক পানী রায়।
উক্ত সেশনে প্রকল্প পরিচিতি, নিরাপদ অভিবাসন, মানব পাচার, সারভাইবার সনাক্তকরন ও পুন: একত্রীকরণ নিয়ে আলোচনা করা হয়।সমগ্র সেশনটি পরিচালনা করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর সিরাজুম মনিরা, মৌসুমী ফেরদাউস, স্যোশাল মোবিলাইজার ধনঞ্জয় পরমান্য প্রমুখ।