গাজীপুরের কোনাবাড়ি ও কালিয়াকৈরে পানিতে ডুবে এক শিশু ও বৃদ্ধ নিখোঁজ রয়েছে এবং গুরুতর অবস্থায় এক কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা গাজীপুর মহানগরের কোনাবাড়ী বাইমাইল ব্রীজ সংলগ্ন এলাকায় পরিবারের কয়েকজন নদীর পাড়ে সবজি তুলতে যায়। এসময় শিশু শিখা রানী বর্মন (১০) ও তার খালাত ভাই সনজিত বর্মন (২০)নদীতে মাছ ধরা দেখতে যায়। হঠাৎ শিশু শিখা পা পিঁচলে নদীতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সনজিত বর্মনও পানিতে ডুবে যায়। স্থানীয়রা সনজিতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিখোঁজ শিশুর উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নিখোঁজ শিশু শিখা বর্মন দিনাজপুরের কাহারোল থানার নিমুল গ্রামের সুবল বর্মনের মেয়ে। নিখোঁজ শিশুর পরিবার গাজীপুর মহানগরের বাইমাইল এলাকার মোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদ হোসেন জানান, একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশুটিকে উদ্ধারের কাজ চলছে।
অন্যদিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বাইমাইল এলাকায় এক শিশুকে উদ্ধারের কাজ চালাচ্ছে ডুবুরীরা এবং কালিয়াকৈরের চাঁনপুর এলাকায় বিলের পানিতে ডুবে যাওয়া মতি মিয়া (৫৫)নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছে।